কুমিল্লায় এক মোবাইল ব্যবসায়ীকে সিএনজি অটোরিকশা করে বাড়ি যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং দুই হাতের রগ কেটে জখম করে রাস্তায় ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা।ভিকটিম ওই ব্যবসায়ী নাম জাফর আহমেদ।তিনি চৌদ্দগ্রামের মিয়া বাজারের এয়ারটেল সিমের ডিলার এবং মোবাইল ব্যবসা করেন বলে জানা যায়।
তিনি জানান,রবিবার (২৪ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে কুমিল্লায় ব্যবসায়িক কাজ শেষ করে কান্দিরপাড় থেকে সিএনজিতে উঠেন পদুয়াবাজার বিশ্ব রোডের উদ্দেশ্যে।কিন্তু ওখান থেকেই সাথে আরও দু’জন যুবক যাত্রী হয়ে উঠলেন এবং টমছম ব্রিজ থেকে আরও দু’জন যুবক যাত্রী হয়ে উঠলেন।কিন্তু পথে মধ্যেই হঠাৎ শাকতলা পাড় হয়ে কবরস্হান এরিয়ায় পৌঁছাতেই সিএনজিতে থাকা চারজন যুবক এলোপাতাড়ি কিল-ঘুষি এবং ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে ও দু’হাতের রগকেটে দেয় বলে জানান।
সাথে থাকা ২টি টাচ মোবাইল এবং ১টি বটম মোবাইলসহ নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে সিএনজিটি বিশ্বরোডের দিকে চলে যায়।তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় সিএনজির ড্রাইভারও জড়িত আছে বলে ধারনা করা হচ্ছে।এদিকে এ ঘটনায় সদর দক্ষিণ থানা একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে ভিকটিমের পক্ষ থেকে জানানো হয়।