করোনা প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র এবং কাউন্সিলরদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার।
কুমিল্লায় মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় করলেন এমপি বাহার কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি,জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
বক্তারা বলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্যের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী অসহায় পরিবারের মাঝে পৌছে দেয়া হবে এবং প্রয়োজনে ট্রিপল থ্রি’তে কল দিলেও সহযোগিতা পাবেন সকলে।সভায় কোরবানির হাট, প্রয়োজনে ২য়-৩য় জামায়াতে ঈদের জামাত পড়ানোর কথাও বলা হয়।করোনা আক্রান্ত রুগীদের ঘরে থাকার জন্যে কঠোর ভাবে দায়িত্ব পালন করতে বলা ওয়ার্ড কাউন্সিলরদের।