কুমিল্লায় ট্রেন-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ থেকে সবজি নিতে ভিড় করেছে উৎসুক জনতা। রোববার (২৯ আগস্ট) সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ড ১২-১৮৭১) প্রায় তিন টন সবজি ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এসব সবজি স্থানীয় নিমবাজার বাজারে যাওয়ার কথা ছিল। তার আগেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি।
স্থানীয় সাজু আক্তার বলেন, করলা-চিচিঙা সবাই নিচ্ছে, তাই আমিও নিচ্ছি। সবজিগুলো গাড়ি চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আব্দুল মান্নান নামে আরেকজন বলেন, পাশের বাড়ির বড় ভাই খবর দেওয়ায় এসেছি। কিছু সবজি বিক্রি করব, কিছু খাওয়ার জন্য বাসায় নিয়ে যাচ্ছি।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জসিম বলেন, ট্রাকের চালক ও সবজি মালিকের সন্ধান পাওয়া যায়নি। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
সদর দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশাররফ জানান, দুর্ঘটনার পর উৎসুক জনতা ট্রাকে থাকা সবজি নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে। এ সময় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।
এর আগে শনিবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইসমাইল হোসেন সিরাজী এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান দুঘর্টনায় কেউ হতাহত হননি।
তিনি বলেন বিশ্বরোড রেলগেইটে উঠে সবজিবাহী পিকআপ ট্রাকটি রাস্তা পার হতে গেলে চট্টগ্রাম অভিমুখী ট্রেনটি এটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে পড়ে রেললাইনের পাশে। ধাক্কায় ট্রেনের মাঝামাঝি থাকা একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের উর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং পেছনের ৭টি বগি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে।
রেলসূত্র জানায়, দুর্ঘটনার পর ঢাকা, সিলেট ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ছিলো। এখন স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।