কুমিল্লার লাকসামে পৌরশহরের পাঁচ তলার ছাঁদে কানামাছি খেলতে গিয়ে পড়ে গিয়ে মাহবুবা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে শহরের ৪নং ওয়ার্ডের পূর্ব হাউজিংয়ের কাদের ভবনে ৫ তলার ছাঁদের রেলিং না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু মাহবুবা আক্তার ওই ভবনে তৃতীয় তলার ভাড়াটিয়া প্রবাসী হাবিলের মেয়ে। সে পৌরশহরে দৌলতগন্জ্ঞ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও লাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের চাটিতলা গ্রামের সাবেক ইউপির চেয়ারম্যান আশিকুর রহমান খানের নাতনি বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৪ নং ওয়ার্ডে লাকসাম হাউজিং এস্টেট এলাকায় কাদের মিয়ার পাঁচ তলায় ভবনের তিন তলায় ভাড়া বাসা নিয়ে থাকতেন প্রবাসে থাকা হাবিল মিয়ার স্ত্রী নাজমা বেগম। বুধবার বিকালে ভবনের অন্য ভাড়াটিয়া বাচ্চাদের সাথে ছাঁদে খেলতে যায় মাহবুবা। বাচ্চাদের খেলতে দেখে মা নাজমা বেগম বাসার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় মাহবুবা খেলার মধ্যেই ছাঁদ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থল থেকেই স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত.বলে ঘোষণা করেন। স্বজনদের দাবী ভবনটির ছাদের চার পাশে রেলিং না থাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
বুধবার সন্ধায় এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, শিশুটি খেলতে খেলতে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহত শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি স্বজনরা তাদের নিজ বাড়ীতে নিয়ে যায়।