কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯দশমিক ৬%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ৫০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৮জানুয়ারী বিকেল থেকে ১৯জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৪৮৩জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৪৪জন,লাকসাম ২০জন,দেবিদ্বার ০৭ জন,মনোহরগন্জ ০২ জন,মুরাদনগরের ০১ জন,দাউদকান্দি ০৫ জন,চৌদ্দগ্রাম ০২ জন,বরুড়া ০৪জন,তিতাস ০১ জন,চান্দিনা ০৩ জন,মেঘনা ০১জন,আর্দশ সদর ০৪জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৭জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন।আজকের সুস্থ কুমিল্লার চান্দিনা ১০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ১২৪জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।