কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০দশমিক ২%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৫৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৫জানুয়ারী বিকেল থেকে ১৬জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ২৮১জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ০৫জন,লাকসাম ০৫জন,চৌদ্দগ্রাম ০২ জন,ব্রাক্ষণপাড়া ০২ জন,বুড়িচং ০১ জন,বরুড়া ০২জন,মেঘনা ০১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৭জন।আজকের মৃত্যু ০১ জন চৌদ্দগ্রাম।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন।আজকের সুস্থ মেঘনা ১০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ০৮৪জন হয়েছে।সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।