কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩দশমিক ০%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৪৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৫জানুয়ারী বিকেল থেকে ২৬জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৫৩৪জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ১০৫জন,লাকসাম ৩৭জন,বুড়িচং১৬ জন,চৌদ্দগ্রাম০২ জন,দাউদকান্দি ১৩জন,সদর দক্ষিণ ০৪জন, মনোহরগন্জ০৮ জন,নাঙ্গলকোট১২ জন,মেঘনা ০৫জন,মুরাদনগর ০৩ জন,ব্রাক্ষণপাড়া ১০জন,আর্দশ সদর ০৫জন,বরুড়া ০১জন, দেবিদ্বার ০২জন,মুরাদনগর ০৩ জন,চান্দিনা ১৭জন,লালমাই ০১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬০জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২৩জন,বরুড়া ২১জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৩৩০জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।