কুমিল্লায় ১০৪ পিস ইয়াবা এবং ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ একজন নরী।
বুধবার (১৪ জুলাই) সদর উপজেলার রসুলপুর সাকিনের বদ্ধভূমি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রসুলপুর পূর্বপাড়া হাজি বাড়ির সৈয়দ আলীর ছেলে মো. মিন্টু (৪৪), একই এলাকার মৃত ইসমাইল কাজীর ছেলে সুমন মিয়ার স্ত্রী পারভীন আক্তার (২৬) এবং বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৫)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী দৈনিক কালজয়ী’কে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ছত্রখীল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফুর রহমানের নেতৃত্বে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা এবং ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি কোতয়ালী কুমিল্লা।