1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লার স্কুলগুলোতে চকলেট ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লার স্কুলগুলোতে চকলেট ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ

নেকবর হোসেন :
  • প্রকাশিত: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ বার পড়েছে
কুমিল্লার স্কুলগুলোতে চকলেট ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ

রাবেয়া আক্তার ও তার বোন কুলসুম আক্তার পড়ে একই স্কুলে।একজন পঞ্চম শ্রেণিতে,আরেকজন প্রথম শ্রেণিতে।ব্যাগ কাঁধে নিয়ে চোখে-মুখে উচ্ছ্বাস মেখে সকাল ৯টায় তারা হাজির স্কুলের ফটকে।তারা পড়ে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।সারা দেশের সঙ্গে সেখানেও রোববার প্রায় দেড় বছর পর খুলেছে স্কুলের ফটক।স্কুলে গিয়েই অন্যদের মতো রাবেয়া ও কুলসুম প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছে।

এরপর শিক্ষকরা তাদের মাস্ক ও চকলেট উপহার দিয়ে বরণ করে নেন।রাবেয়া আনন্দে চিৎকার করে বলে উঠে,আজকে আমার স্যার দুইটা চকলেট দিয়েছেন।একটা করে মাস্ক দিয়েছেন।উচ্ছ্বাসে শিক্ষকদের দেয়া মাস্ক পড়তে গিয়ে ছিড়ে ফেলে স্কুলটির প্রথম শ্রেণির ছাত্র সাফায়েত হোসেন।পরে আরেকটি মাস্ক এনে তাকে পরিয়ে দেন এক শিক্ষক।সাফায়েত বেশ সচেতন এবার,একটু পর পর হাত দিয়ে দেখে নিচ্ছে মাস্ক ঠিক আছে কি না।

স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান,দীর্ঘদিন পর স্কুল খুলেছে।আমাদের স্কুলে ২৯৪ জন শিক্ষার্থী।দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কুলে এসেছে।তাদের আগমন যেন আনন্দময় হয়,সেজন্য স্কুল রঙিন বেলুন দিয়ে সাজিয়েছি।ছাত্রছাত্রীদের মাঝে চকলেট ও মাস্ক বিতরণ করেছি।শরীরের তাপমাত্রা পরীক্ষা করছি।আমরা চাই ভয় নয়,সচেতন হয়ে উঠুক আমাদের শিক্ষার্থীরা।চান্দিনা গল্লাই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জেলার অন্য সব স্কুলেই শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে উৎসবমূখর পরিবেশে।

করোনার সংক্রমণ ঠেকাতে সব স্কুলেই দেখা গেছে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা।অনেকদিন পর সহপাঠিদের সঙ্গে দেখা হওয়ায় বাধ ভাঙা আনন্দ আর আড্ডায় মেতে উঠেছে শিশু-কিশোররা।কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বলেন,জেলায় ২ হাজার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।শিক্ষার্থীদের ফুল বা চকলেট এবং স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম দিয়ে বরণ করে নিতে প্রতিটা স্কুলে নির্দেশনা দেয়া হয়েছে।স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তাও নজরদারিতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD