কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ আব্দুর রহমানকে (৪৮) আটক করেছে কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।এ সময় ৫০ কেজি ৫০০ গ্রাম গাঁজা,১৮৯ বোতল ফেন্সিডিল ও ১০৭ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।বুধবার (১৮ আগস্ট) ভোররাতে সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন,কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের মৃত. হানিফ মিয়ার ছেলে মোঃ আব্দুর রহমান (৪৮)।র্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল বুধবার ভোর রাতে সুবর্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি ৫০০ গ্রাম গাঁজা,১৮৯ বোতল ফেন্সিডিল ও ১০৭ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহমানকে (৪৮) আটক করে।
উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।