1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগ ১০ সতন্ত্র ১১ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগ ১০ সতন্ত্র ১১ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

নেকবর হোসেন : 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৮ বার পড়েছে

কুমিল্লার মুরাদনগরের সারা দেশের ন্যায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে ২১ টির ইউপিতে আওয়ামীলীগের মনোনীত ১০ টি ও সতন্ত্র ১১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়। ইভিএমের মাধ্যমে প্রথমবারের মত ভোট দেয় মুরাদনগর উপজেলার জনগন। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টার হামলার ঘটনা ঘটে। এছাড়াও অঙ্গুলের ছাপ নিয়ে জটিলতায় পড়ে অনেকেই। কেউ কেউ হাতে ভ্যাসলিন,হ্যান্ড সিনিটারাইজ, নারিকেল তেল দিয়ে হাত পরিস্কারও করেছেন। তবুও শেষ পর্যন্ত আঙ্গুলের ছাপ না মিলনের কারনে মন খারাপ করে বাড়ী ফিরতে হয়েছে অনেকের।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার। বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং শ্রীকাইল ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী ইকবাল বাহার। ২নং আকুবপুর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিমুল বিল্লাল (আনারস)। ৩নং আন্দিকুট ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (আনারস)।

৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শুকলাল দেবনাথ। ৫নং পূর্বধইর পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রহিম পারভেজ। ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ জাকির হোসেন (ঘোড়া)। ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বাহার খান (আনারস)। ৮নং চাপিতলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবু মুছা আল-কবির। ৯নং কামাল্লা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল বাশার।

১০নং যাত্রাপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কামাল আজাদ। ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া খোকন (ঘোড়া)। ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইকবাল সরকার।

১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী আবুল খায়ের (টেলিফোন)। ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রাথী জাকির হোসেন। ১৬নং ধামঘর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল কাদির । ১৭নং জাহাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সওকত আহমেদ (টেলিফোন)। ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু মুসা সরকার (আনারস)। ১৯নং দারোরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী কামাল উদ্দিন খন্দকার।

২০নং পাহাড়পুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুস ছামাদ মাঝি। ২১নং বাবুটিপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আরমান মিয়া (ঘোড়া)। ২২নং টনকী ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান তুহিন (ঘোড়া)। কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার জানান বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। বলা যায় শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করতে পেরেছি। ফলাফল সবাই মেনে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD