কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরসহ উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার আশপাশের দোকানে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র বিক্রি হচ্ছে (এলপি) গ্যাসের সিলিন্ডার ও জ্বালানি তেল অকটেন,পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ।এসব দোকানের বিস্ফোরক অধিদপ্তরের নিবন্ধনসহ অগ্নিনির্বাপণ সক্ষমতা নেই।এতে দিন দিন দুর্ঘটনার আশঙ্কায় আছেন এলাকাবাসী।
উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজার ও এলাকা ঘুরে দেখা গেছে,এসব এলাকার রাস্তার পাশের দোকানে,পাড়া মহল্লার মোড়সহ বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার জ্বালানি তেলসহ নানা দাহ্য পদার্থ।খোলা বাজারের বিভিন্ন দোকানে দুই এক লিটার অথবা আধা লিটার ওজনের প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে সাজিয়ে রাখা হয়েছে।
যাতে করে যে কেউ ইচ্ছা করলেই পছন্দ মত বোতলভর্তি পেট্রল কিনতে পারেন।শুধু তাই নয়,দোকানের সামনে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি ও রোদের মধ্যে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার পেট্রোলসহ নানা দাহ্য পদার্থ হরহামেশাই বিক্রয় করতে দেখা গেছে।
দুই একটি ডিলার ছাড়া স্থায়ী বা উঠতি দোকানে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সক্ষমতা-সংক্রান্ত লাইলেন্স নিরাপত্তা সরঞ্জামসহ অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার নেই।বিস্ফোরক অধিদপ্তরের নিবন্ধনসহ অগ্নিনির্বাপণ সক্ষমতা থাকা বাধ্যতামূলক হলেও এসব দোকানে সরকারি নিয়ম নিতির কোনো তোয়াক্কা নেই।
দেদারসে বিক্রয় হচ্ছে এসব দাহ্য পদার্থ।এতে করে যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।এ বিষয়ে স্থানীয় অনেকেই জানান,এ উপজেলার বিভিন্ন দোকানে খোলা আকাশের নিচে গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ বিক্রির সংখ্যা বেড়েই চলেছে।অনেকে কোমল পানীয়র বোতলে ভরে অকটেন ও পেট্রোল বিক্রি করছেন।
অনুমোদনহীন এসব দোকানের কারণে প্বার্শবর্তী দোকানদার ও সাধারণ জনগণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করছেন তারা।নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্যাস সিলিন্ডার বিক্রেতা বলেন,আমরা ছোট ব্যবসায়ী।সারাদিনে দু-একটা সিলিন্ডার বিক্রি করি।
এ আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।লোকজনের চাহিদা থাকায় ডিলারদের কাজ থেকে গ্যাস সিলিন্ডার এনে বিক্রি করি।এ ব্যপারে বুড়িচং ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান সরকার আরো বলেন,এ ব্যপারে আমার উর্দ্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তিনি সঠিক বিষয় বলতে পারবেন।