সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কুমিল্লায় নৌকা প্রতিকের প্রার্থীরা হার এড়াতে পারে নি। স্বতন্ত্র প্রতিকের প্রার্থীদের কাছে গত কয়েক ধাপের ধারাবাহিকতায় আবারো হেরেছে নৌকা। বুড়িচং উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে গতকালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে জয় লাভ করেছেন ৩ জন প্রার্থী। অন্যদিকে স্বতন্ত্র জয়লাভ করেছে ৬ জন প্রার্থী।
বুড়িচংয়ে বেসরকারি ভাবে যারা জয়ী হয়েছেন তারা হলেন- ১নং রাজাপুর ইউনিয়ন আবুল কাসেম মাস্টার- ঘোড়া, ২নং বাকশীমূল ইউনিয়ন আবদুল করিম – নৌকা, ৩নং সদর ইউনিয়ন জয়নাল আবেদীন- নৌকা, ৪নং ষোলনল ইউনিয়ন হাজী বিল্লাল –আনারস, ৫নং পীরযাত্রাপুর আলহাজ্ব আবু তাহের আনারস, ৬নং ময়নামতি ইউনিয়ন লালন হায়দার- নৌকা, ৭নং মোকাম ইউনিয়ন সাহেব আলী –চশমা, ৮নং ভারেল্লা উত্তর এডভোকেট ইস্কান্দর ভূঞা- আনারস, ৯নং ভারেল্লা দক্ষিণ ওমর ফারুক -ঘোড়া।
এদিকে কুমিল্লায় দুই উপজেলার ইউপি নির্বাচনেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। দেবিদ্বার ও বুড়িচং উপজেলার ২৩টি ইউনিয়নে সকাল ৮ টায় শুরু ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। গতকাল রাতে দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মৃত্যুবরন করায়, সেই ইউনিয়নের ভোটগ্রহন স্থগিত করা হয়। এদিকে আজ সকাল থেকেই নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ভোটারদের ছিলো উপচে পরা ভিড়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনকে আটক, জেল ও জরিমানা করেন ম্যাজিষ্ট্রেটগণ। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।