গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৭ জুলাই গভীর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি এলজি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা পশ্চিম সিংহ (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল হান্নান মেম্বার এর ছেলে মোঃ মাছুম (৩০)।
র্যাব ১১ সিপিসি ২ এর কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, অনুসন্ধান ও গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এদিকে র্যাব সিপিসি-২ এর এ অভিযানে ওই এলাকার শীর্ষ অস্ত্র বাজ ও সন্ত্রাসী মোঃ মাসুকে অস্ত্র সহ গ্রেফতার করায় এলাকায় সস্থিরতা বিরাজ করছে। এলাকার সর্বস্তরের লোকজনের মাঝে শান্তি ও আনন্দ দেখা গেছে। এলাকার সকল মানুষ তার অত্যাচারে সন্ত্রাসী, চাদাবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছে। র্যাব১১ সিপিসি ২ অধিনায়ক সহ সংশ্লিষ্ঠ সকল কে এলাকা বাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।তিনি আরো বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।