কুমিল্লার বরুড়ায় পুলিশ- জনতার যৌথ পাহারায় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ সহ ০৪ জন ডাকাত গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। ১১ ডিসেম্বর রাত অনুমান ০৩:৪০ ঘটিকার সময় বরুড়া থানার শাকপুর পুরান বাজারস্থ কাচারী বাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-জনতার যৌথ পাহারায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ জন ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয় ডাকাত।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো মোঃ হৃদয় (৩২), পিতা-সালেম উদ্দিন, সাং-কড়িয়াইল, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, শাকিল সিকদার (২৬), পিতা মৃত কালন মিয়া, সাং-বরপা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, মোঃ মোস্তফা (৩৮), পিতা -মৃত এরশাদ, প্রকাশ এশু, সাং- কোরেশ, থানা-কচুয়া, জেলা- চাঁদপুর, মোঃ ইব্রাহীম (৩৫), পিতা- মোসলেম সিকদার, সাং-সোনাকান্দি, থানা-রায়পুরা, জেলা -নরসিংদী, বর্তমানে সাং-বরপা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।
তাদের সাথে ১টি সুইচ গিয়ার, ৪ টি ছোরা, ৪ টি এসএস পাইপ, ৪ টি লোহার রড়, ৪ টি মানকি টুপি ও ১ টি পিকআপ সহ গ্রেফতার করা হয়েছে। বরুড়া থানার মামলা নং-০৬ , এখানে উল্লেখ্য আসামি ইব্রাহিমকে উত্তেজিত জনতা কর্তৃক মারধর করার কারনে গুরুতর জখম প্রাপ্ত হওয়ায় তাহাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে ।
বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন এটা পুলিশের নিয়মিত অভিযান। বরুড়া থানা কে ডাকাতি মুক্তকরণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।