কুমিল্লায় মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে নেচে লাইকি ভিডিও করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী থেকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।ওই যুবক হলেন দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকার মো. ইয়াছিন।
তাকে রোববার দুপুর ১২টার দিকে আদালতে তোলা হলে বিচারক গোলাম মাহবুব খান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাশ জানান, নিজ বাড়ি থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মডেল মসজিদটি উদ্বোধন করা হয় গত জুন মাসে। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত সেখানে অনেকে যান।
এ মসজিদ প্রাঙ্গণে গত ২১ জুলাই একটি নাচগানের ভিডিও ধারণ করে অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম লাইকিতে প্রকাশ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নাচছেন।গ্রেপ্তার ইয়াছিনই ওই ভিডিওর তরুণ বলে জানিয়েছে পুলিশ।