কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর অংশে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।আটককৃতদের সোমবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
গত রবিবার (২২ আগস্ট) সকালে চান্দিনা থানা পুলিশের এস আই মোঃ নোমান হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর উপজেলার শঙ্করপুর গ্রামের সোহরাব সিকদারের ছেলে মামুন সিকদার (২১) ও একই এলাকার নুরুজ্জামান গাজীর ছেলে মোঃ জুয়েল গাজী (২১)কে আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অপরদিকে একই দিনে মহাসড়কের গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানার কাজীপাড়া এলাকার ওয়াহিদ চৌধুরীর ছেলে রিজওয়ান চৌধুরীর (২৫) কে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান,আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।