মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের মালেরভিটা থেকে বাসাবাড়ি রাস্তার প্রায় ৭ শতাধীক গাছ কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ডাসার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম শিকদার ভাসাই এর বিরুদ্ধে। আশ্রমের খাল পানি ব্যবস্থাপনা সমবয় সমিতির সভাপতি ও সদস্যরা পুলিশকে খবর দিলে,পুলিশ ঘটনা স্থানে গিয়ে গাছ কাটা ও নেয়া বন্ধ করেন।
সমিতি, স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা সমিতির লোকজন গাছ গুলো রোপন করে রক্ষনাবেক্ষন ও পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত। আর সেই সমিতির রোপনকৃত গাছে অবৈধভাবে ক্ষমতা খাটিয়ে নাম্বার বসিয়ে, গাছ গুলো কেটে নেয়ার চেষ্টা করেন ডাসার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই সিকদার। গাছ কেটে নেয়ার খবর পেলে সমিতির সভাপতি ও সদস্যরা এসে বাধা প্রদান করেন।
বাধাকে তোয়াক্কা না করলে ডাসার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং গাছ কাটা ও নেয়া বন্ধ করেন।সমিতির সভাপতি কাজী সবুজ সহ অন্যান্য সদস্যবৃন্দরা বলেন, এই রাস্তার গাছ গুলো সমিতির মাধ্যমে রোপন করে রক্ষনাবেক্ষন করা হচ্ছে। গাছ গুলো ভাল ভাবে বড়ও হতে পারেনি। আর ডাসার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান তার লোকজন দিয়ে গাছে নাম্বার বসিয়ে কেটে নেয়ার চেষ্টা করেন। পরে পুলিশের সহযোগীতায় গাছকাটা ও নেয়া বন্ধ হয়।
উজ্জ্বল নাগ বলেন,চেয়ারম্যান কাটার জন্য বলেছেন তাই কাটছি। ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই বলেন, আমার লোকজন ভুল করে সমিতির গাছে নাম্বার বসিয়ে। বিষয়টি আমার জানা ছিল না,আমি বন্ধ করে দিয়েছি। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, গাছ কাটার খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করি,গাছ কাটা ও নেয়া বন্ধ করে দেই।