সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষে কানাইঘাটে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। উপজেলা নিবার্হী কমকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ অন্যান্য দেশের চাইতে দূর্যোগ মোকাবেলায় সফল হয়েছে। যার কারনে প্রাকৃতিক সহ সবধরনের দূর্যোগে মৃত্যু ও ক্ষতি সংখ্যা কমিয়ে এসেছে।
তবে সবধরনের দূর্যোগ মোকাবেলায় আমাদেরকে সব সময় স্বজাগ থাকতে হবে। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ, দীঘিরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।