গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি দল, ৩১ মে তারিখ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৯০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চরমাকর্সমুল গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৬) এবং ২। একই থানার উত্তর চর বাঘ্যা গ্রামের মোঃ জামাল উদ্দিন এর ছেলে মোঃ রুবেল (২৭)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত কভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
কভার্ড ভ্যান ও ফেন্সিডিল’সহ কুমিল্লায় র্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কভার্ড ভ্যান ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লা, নোয়াখালী’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।