ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড় চৌরাস্তায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার(৮ জুলাই ) বিকাল চারটার দিকে খাঁটিহাতা হাইওয়ে বিশ্বরোড় মোড়ে চৌরাস্তায় ঢাকা- সিলেট মহা- সড়কে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য কঠোর লকডাউনের ৮ম দিনে প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন।
সরকারি নির্দেশনা অমান্য করায় ১২ টি মামলা বার জনকে ১২ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈমামা বানিন, ক্যাপ্টেন মো. মাজহার, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলমসহ বাংলাদেশ সেনাবাহিনী এর সদস্যগণ।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈমামা বানিন বলেন, সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য। ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিয়মিত মাস্ক পরুন। তিনি আরোও বলেন সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে।