সোমবার সকালে কুমিল্লা সড়ক ও জন পথ বিভাগের কুমিল্লা – সিলেট মহা সড়কের দুপাশে অবস্থিত অবৈধ ভাবে গড়ে তুলা স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। উচ্ছেদ অভিযানে ২ শত ৫০ এর অধিক অবৈধ ভাবে গড়ে তুলা দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে জেলা সড়ক জন পথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল সাকিব, উপসহকারী প্রকৌশলী মোঃ আল আমিন সরকার এবং বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ি অফিসার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সড়ক জন পথ বিভাগের সাব ডিভিশনের উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল সাকিব জানান কুমিল্লা – সিলেট মহা সড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর ঐতিহ্য বাহি কংশনগর বাজার এর দুই পাশে একদল অসাধু লোকজন সড়ক জন পথের জায়গায় দখল করে অবৈধ ভাবে গড়ে তুলেছেন বিভিন্ন দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা বলেন অবৈধ ভাবে সড়কের এসব জায়গায় দখল করে দোকান ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলায় কুমিল্লা – সিলেট মহা সড়ক দিয়ে দূর পাল্লা সহ বিভিন্ন যান বাহন চলাচলে ব্যপক যান জটের সৃষ্টি হয়। এতে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। বাজার টি যান জটের কারণে পাড়ি দিতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। অপর দিকে সড়ক জন পথের একটি দায়িত্ব শীল সূত্র জানায় গত রমজান মাসে এ বাজারটিকে বেদখল থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করার কথা থাকলেও অনির্দিষ্ট কারণে তা বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল ১০ টায় কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে কংশনগর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এতে ৪ টি বুলডোজার দিয়েএ সমস্ত অবৈধ ভাবে দখল করা ব্যবসা প্রতিষ্ঠান দোকান পাট গুড়িয়ে দেয়া হয়।