রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ধরনের এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করতে পারবেনা ফার্মেসী গুলো। চিকিৎসকের ব্যবস্থপত্র ব্যতীত কোন ফার্মাসিস্টগন এন্টিবায়োটিক বিক্রি করলে ঔষধ ও কসমেচিকস আইন ২০২৩ ধারা ৪০ মোতাবেক সর্বচ্চো ২০ হাজার টাকা অর্থদন্ড করা হবে। এমনই তথ্য জানা গেলো এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা মূলক সভার মাধ্যমে।
এ বিষয়ে ১৩ নভেম্বর বুধবার সকালে চাঁদপুরে এক এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহায়তায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন । এসময় তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হতে হবে । সবার মাঝে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।এবিষয়ে আমরা সকলে সকলের জায়গা থেকে সজাগ হতে হবে।আপনারা শপথ নেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোন এন্টিবায়োটিক ব্যবহার করবেন না।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন, আবদুল্লা আল জুবায়ের, স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ইউছুফ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক গাজী মোঃ দিদারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিডিএস চাঁদপুরের সহ-সভাপতি সুভাষ সাহা।
এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ কল্পে এবং ঔষধ ও কসমেটিকস আইন -২০২৩ এর উপর এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।