নীলফামারীর সৈয়দপুরে এক রাতে দুই মসজিদে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। দুটি মসজিদ প্রায় পাশাপাশি এলাকায় অবস্থিত।
এর একটি হলো উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদ আর অন্যটি বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী জামবাড়ি মোড়ের বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদে।
চোরেরা দুই মসজিদেই একইভাবে তালা কেটে আইপিএস, ব্যাটারী ও দানবাক্সের টাকা নিয়ে গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সেক্রেটারি মোজাহারুল ইসলাম বলেন, গত রাতে চোরেরা মসজিদের তালা কেটে ভিতরে থাকা আইপিএস ও মাইকের ব্যাটারী এবং বাইরে দানবাক্স থেকে নগদ টাকা চুরি করেছে।
ফজরের নামাজের সময় মুসল্লীরা এসে চুরির বিষয়টি জানতে পারে। পেশাদার চোরেরাই এই অপকর্ম করেছে বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উভয় মসজিদের কর্তৃপক্ষ যৌথভাবে থানায় জিডি করেছি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেন বলেন, মসজিদে চুরির অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের আটক ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে এবং দ্রুতই ব্যবস্থা হবে।