1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
উন্নয়ন প্রকল্পে ডিসিদের 'মূল্যায়ন' এর বিরুদ্ধে প্রকৌশলীদের মানববন্ধন
বাংলাদেশ । শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ।। ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

উন্নয়ন প্রকল্পে ডিসিদের ‘মূল্যায়ন’ এর বিরুদ্ধে প্রকৌশলীদের মানববন্ধন

তিমির বনিক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৮ বার পড়েছে

সারাদশ ব্যাপি জেলা পর্যায়ে সকল এডিপিভূক্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনাও দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে জেলা প্রশাসনের মাধ্যমে পরিবীক্ষণ মূল্যায়ন মানতে নারাজ মাঠ পর্যায়ে সরকারি দফতরের প্রকৌশলীরা। এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছেন তাঁরা। সারাদেশের মতো মৌলভীবাজারের বিভিন্ন সরকারি দফতরের প্রকৌশলীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এ সময় প্রকৌশলীরা বলেন, মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশ উন্নয়ন প্রকল্পের অন্তরায়।

তবে সাধারণ মানুষ মন্ত্রণালয়ের নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন এ নির্দেশনার ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা হলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।জেলা পর্যায়ে এডিপিভূক্ত (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্প জেলা প্রশাসকদের মাধ্যমে পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশকে অযৌক্তিক ঘোষণা করে তা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা। রোজ বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) দুপুরে শহরের শাহমোস্তফা সড়কে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মৌলভীবাজার উপকেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত প্রকৌশলীরা অংশ গ্রহণ করেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইএডি) নির্বাহি প্রকৌশলী মো. আজিম উদ্দিন সর্দারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন|

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী মো. খালেদুজ্জামান, প্রকৌশলী মনসুরুজ্জামান, মৌলভীবাজার পৌরসভার সাবেক নির্বাহি প্রকৌশলী মো. আবুল হোসেন খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়ন কাজের মূল বাস্তবায়নকারী। তারা সফলভাবে দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ উন্নয়ন প্রকল্পের অন্তরায় বলে তারা উল্লেখ করেন। এ আদেশকে অযৌক্তিক বলে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

তবে সাধারণ মানুষ মন্ত্রণালয়ের নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন। মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলে জানা যায়। তারা জানিয়েছেন সরকারের এ নির্দেশনার ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা হলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। নাগরিকরা যা ভাবছেন এ নির্দেশনা নিয়ে: ব্যবসায়ী সঞ্জিত দাস বলেন, এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কিছুটা হলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করি।

তবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জহর লাল দত্ত বলেন, অফিসে বসে মূল্যায়ন অনেক সময় সঠিক হয়না। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করা উচিত। সাধারণ নাগরিকরা সম্পৃক্ত হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা হলেও কাজ হবে এবং তরিত গতিতে সম্পন্ন হবে। জবাবদিহিতা নিশ্চিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নির্দশনা উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী প্রকল্পগুলি পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের অধীনে একটি শাখা খুলতে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD