1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
উত্তাল বঙ্গোপসাগরে ইলিশ আহরণে ফের বিপর্যয়,নিরাপদ আশ্রয়ে ফিশিং ট্রলার
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উত্তাল বঙ্গোপসাগরে ইলিশ আহরণে ফের বিপর্যয়,নিরাপদ আশ্রয়ে ফিশিং ট্রলার

ইসমাইল হোসেন লিটন :
  • প্রকাশিত: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার পড়েছে
উত্তাল বঙ্গোপসাগরে ইলিশ আহরণে ফের বিপর্যয়,নিরাপদ আশ্রয়ে ফিশিং ট্রলার
উত্তাল বঙ্গোপসাগরে ইলিশ আহরণে ফের বিপর্যয়,নিরাপদ আশ্রয়ে ফিশিং ট্রলার

মৌসুমের শেষ মুহূর্তে এসে লঘুচাপের কবলে পড়েছে বঙ্গোপসাগরে ইলিশ আহরণকারী জেলেরা।উত্তাল ঢেউয়ে টিকতে না পেরে সাগর ছাড়তে বাধ্য হন তারা।দক্ষিণাঞ্চলের হাজার হাজার ফিশিং ট্রলার রবিবার বিকেল থেকে ঘাটে ফিরতে শুরু করে।গত দুদিনে (রবি ও সোমবার) বাগেরহাটের শরণখোলার বেশিভাগ ট্রলার নিরাপদে ঘাটে ফিরে এসেছে।কিছু ট্রলার সুন্দরবনের মেহেরআলীর চর ও কলাপাড়া উপজেলার মহিপুরে অবস্থান করছে বলে জানা গেছে।

শরণখোলার মৎস্য ব্যবসায়ীরা জানান,মৌসুমের শেষ দিকে এসে সাগরে ইলিশ পড়তে শুরু করায় তারা সারা বছরের লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখেন।কিন্তু এরই মধ্যে সাগর অশান্ত হয়ে ওঠায় তারা আবার হতাশ হয়েছেন।দু-একদিনে আবহাওয়া স্বাভাবিক না হলে মারাত্মক ক্ষতি হবে তাদের।মৎস্য আড়তদার সমিতির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন জানান,শুক্রবার রাতে তার এফবি সোনার মদিনা ট্রলার ৬৫মণ ইলিশ নিয়ে ঘাটে ফেরে।সারা মৌসুমেএটাই তার বড় চালান।

এফবি খয়রুল ইসলাম ট্রলারের মালিক মোঃ কবির আড়তদার জানান,তার ট্রলারেও ৩২মণ ইলিশ পায়।চলতি সপ্তাহে এভাবে সবার ট্র্রলারই আশানুরূপ ইলিশ নিয়ে ফিরেছে।কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে সবাই।বাগেরহাট জেলা ফিশিং ট্রলার মালিক সামতির সভাপতি মোঃ আবুল হোসেন জানান,সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূলের সকল জেলে সাগর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।

শরণখোলা তিন শতাধিক ফিশিং ট্রলারের বেশিরভাগই রায়েন্দা মৎস্য অবতরণ কেন্দ্র,রাজেস্বর,খোন্তাকাটা,তাফালবাড়ী ঘাটে অবস্থান করছে।গভীর সাগর থেকে ফিরতে দেরি হওয়ায় কিছু ট্রলার সুন্দরবনের মেহেরআলীর চর ও কলাপাড়র মহিপুরে আশ্রয় নিয়েছে।মৌসুমের শুরু থেকেই কয়েক দফা দুর্যোগ এবং ইলিশ না পাওয়ায় জেলে-মহাজনরা দেনাগ্রস্ত।শেষ সময় এসে আবার বৈরী আবহাওয়ায় ইলিশ আহরণখাত চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে হতাশা প্রকাশ করেন এই মৎস্যজীবী নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD