পৃথিবীর ধর্মীয় গ্রন্থগুলোর মাঝে অন্যতম অপরিবর্তিত আল-কুরআন। এই আল- কুরআনকে কাব্যরুপে বের করার অভিপ্রায়ে এক বিশাল লক্ষ্য নিয়ে কাজ করছে কুমিল্লা দেবীদ্বারে ফয়সাল ইবনে মাসুদ নামের একজন ক্ষুদে লেখক। ফয়সাল অল্প বয়সেই কুরআন হেফজ সম্পূর্ন করে বর্তমানে ঢাকা আল-জামিয়া আস-সালাফিয়্যাহতে আছে। ফয়সাল অনলাইনে লেখালেখি করে প্রশংসার ঝুড়ি কামিয়েছেন।
ভাবনা নামের একটি সাহিত্য সংগঠন ফয়সালকে প্রিয় কবি হিসেবে নির্বাচন করেছেন। ফয়সালের তিনটি যৌথ কাব্যগ্রন্থঃ১,দীর্ঘ অনুভূতি,(ঐকতান প্রকাশনী কর্তৃক প্রকাশিত)২.গৌধূলী রাঙা আবির(আশালতা প্রকাশনী কর্তৃক প্রকাশিত)৩, বৃষ্টি ভেজা রোদ্দুর(সপ্তক প্রকাশন কর্তৃক প্রকাশিত) কিছুদিন পূর্বে বৃষ্টি ভেজা রোদ্দুর বইয়ে কবিদের মধ্যে সেরা কবি হিসেবে একটি পদক পান এই তরুন লেখক ফয়সাল ইবনে মাসুদ।
ফয়সাল বর্তমানে ত্রৈমাসিক কিশলয় নামে এক কিশোর পত্রিকার সাথে সংযুক্ত রয়েছে। ফয়সালের কুরআনের কাব্য অনুবাদ পাওয়া যাবে ত্রৈমাসিক কিশলয়ে।