ইয়েমেনের হুথিরা বলছে, তারা ইসরাইলের উত্তর হাইফা বন্দরে চারটি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের এ অভিযানে অংশ নেয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।
রোববার সকালে এক বৃবিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া বলেন, ইসরাইলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাকার ও কার্গো জাহাজঅ তার দাবি, হামলার শিকার হয়েচে মার্কিন রনতরী – ইউএসএসি আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিরয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজও। এছাড়া আরও দুটি বাণিজ্যি জাহাজে হয়েছে ড্রোন হামলা।
তিনি বলেন জাহাজ গুলো এমন কোম্পানির ছিল যা ফিলিস্তিন বন্দরে প্রবেশর নিশেধাজ্ঞা লঙ্ঘন করেছে। অভিযান সফল হয়েছে, এমনটাও দাবি হুতিদের।