1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ইউএনও মৃদুলের সফলতার এক বছর পার
বাংলাদেশ । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ।। ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সন্ধ্যা নামলেই এলইডির তিব্র আলো ঘটছে দুর্ঘটনা : চোখের মারাত্মক ক্ষতি শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন ।

ইউএনও মৃদুলের সফলতার এক বছর পার

তাসলিম উদ্দিন:
  • প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫১২ বার পড়েছে

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলে’র সফলতার এক বছর।সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর সফলতার সাথে এক বছর পার করলেন মো.আরিফুল হক মৃদুল। সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর সফলতার সাথে এক বছর পার করলেন এক জন কর্মদক্ষ হাস্যজ্জল মো. আরিফুল হক মৃদুল। তিনি-৩১তম ব্যাচে বি.সি.এস ক্যাডার (প্রশাসন) লাভ করেন।

এর আগে তিনি থানচি উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছিলেন। মেধায় মনননে একজন সু-দক্ষ সরকারি প্রশাসনের ক্যাডার অফিসার হিসেবে মো. আরিফুল হক মৃদুল এর প্রশংসা রয়েছে। গত ১৪ ডিসেম্বর ২০২০ এই সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। অত্যান্ত সু-দক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষনতার সাথে সদাশয় সরকারের উন্নয়ন কর্মকান্ড তদারকি করছেন। যৌতুক-বাল্যবিবাহ রোধ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনার বালু উত্তোলন, ইভটিজিং প্রতিরোধ, সরাইলে ইউপি নির্বাচন  শান্তিপূর্ণ, নিরপেক্ষ অনুষ্ঠানে ভোটারদের আস্তা অর্জন,বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করছেন সমাজের এই স্বপ্ন পুরুষ।

সাম্প্রতিক বাস্তবতায় এলাকায় সম্প্রীতি সু-রক্ষায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সম্প্রীতি সু-রক্ষা কমিটি গঠনপূর্বক স্থানীয়দের মাঝে সম্প্রীতি সু-দৃড় করণের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছেন। ত্রাণ কার্যক্রম তদারকি, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,মৎস্য,সমাজসেবা বিভাগ,মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও উন্নয়ন, আশ্রয় প্রকল্পসহ সরকারের সকল সেবা মূলক বিষয়গুলো নিবিড় তদারকি করছেন সমাজের মানুষের প্রেরণাদান কারী এই ইউএনও।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল এ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ১৪ ডিসেম্বর ২০২১ সফলতার ১বছর পূর্ণ হয়েছে।  বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন ও সরাইলের মানুষের নজর কেড়েছেন।মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির জনকের শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল১ বছর পূর্ণ করলেন।ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে উপজেলার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।উল্লেখ, ইউএনও মো. আরিফুদুল গত ১৪ ডিসেম্বর ২০২০ অত্র উপজেলায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD