1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
আবৃত্তিশিল্পী জাহান বশির'র শয্যা পাশে কবি গোলাম মাওলা জসিম
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবৃত্তিশিল্পী জাহান বশির’র শয্যা পাশে কবি গোলাম মাওলা জসিম

তানভীর আহমেদ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩০৫ বার পড়েছে

চট্টগ্রামের ৯০ এর দশকের প্রখ্যাত আবৃত্তিশিল্পীদের মধ্যে অন্যতম জাহান বশির।আবৃত্তি ও সংগঠনকে আগলে রেখেছেন, আপাদমস্তক সাংস্কৃতিক ও সাংগঠনিক চর্চায় নিজেকে মনোনিবেশ করেছেন তিনি।গড়ে তুলেছেন আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ। সেই প্রতিথযথা আবৃত্তিশিল্পী জাহান বশীর গত ২৩ অক্টোবর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে মিরপুরে হার্ট ফাউন্ডেশনের ৭নং ওয়ার্ডের ১৬ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন।তবে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক ।

আর সেই শয্যাশায়ী স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও সংগঠক জাহান বশির কে দেখতে ও মানসিক এবং আর্থিক সহযোগিতা নিয়ে ঢাকায় ছুটে গেলেন দুই বাংলার জনপ্রিয় কবি ও লেখক গোলাম মাওলা জসিম।এ বিষয়ে কবি গোলাম মাওলা জসিম জানান,এতো বছর সাংস্কৃতিক চর্চা করে চট্টগ্রাম সহ সারাদেশেই অনেক আবৃত্তিশিল্পী ও সংগঠক তৈরির কাজে নিরলস পরিশ্রম করে গেছেন এই মানুষটি।দীর্ঘদিন একই সাথে সাংস্কৃতিক চর্চায় যুক্ত আছি।খুবই কাছ থেকে দেখেছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার ত্যাগ তিতিক্ষা।

তিনি এভাবে উন্নত চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নেবে তা আমরা হতে দেব না। আমাদের তথা সংস্কৃতিকর্মী এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের তার উন্নত চিকিৎসার ব্যাপারে আন্তরিকতার সহিত এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন গোলাম মাওলা জসিম।

এর আগে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্রোপাধ্যায় জাহান বশিরকে দেখতে ছুটে গিয়েছিলেন হাসপাতালে ।সাথে ছিলেন কবি ইমরোজ সোহেল,সাংস্কৃতিক সংগঠক শাহাদাত হোসেন নিপু সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অতি শীঘ্রই তার অপারেশন করতে ডাক্তার পরামর্শ দিয়েছেন এবং তার সুস্থতা কামনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাহান বশিরের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD