লকডাউন শিথিল করলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট পরিচালনা করতে হবে। এ সংক্রান্ত বেশ কয়েকটি জরুরি সরকারি নির্দেশনার কথা জানিছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।( ১৫ জুলাই) বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদুল আযহা সামনে রেখে সরাইল অফিস পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার এর সরকারি কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এলাকার মানুষের কথায় গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসন অস্থায়ী তিনটি পশুর হাটের অনুমতি প্রধান করেন।
যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে কোরবানির পশুর হাট বসবে। ইউএনও বলেন, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। আমরা অনলাইনের মাধ্যমে পশু বিক্রির জন্য সব ব্যবস্থা করেছি। একই সঙ্গে অনলাইনের পাশাপাশি সশরীরে পশুর হাট যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন। এসময় তিনি বলেন, সুস্বাস্থ্য রক্ষায় সরকারের সেবাদান কারী সংস্থাগুলো আপনাদের পাশে রয়েছেন।
গত বছরের মতো এবারও ঈদুল আযহার নামাজ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আদায় করতে হবে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল সরাইলবাসীর উদ্দেশ্যে বলেন. সামাজিক দুরত্ব বজায় রাখুন, জরুরী প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্হ্য বিধি মেনে চলুন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।
পরিশেষে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলাবাসী কে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন,উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।