টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কাযর্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহাবুব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু,উপজেলা কৃষি কর্মকর্তা আফিয়া খাতুন, বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা। আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক হালিম খাতুন, প্রশিক্ষক এম জসিম উদ্দিন, অফিস সহকারী মোঃ আব্দুস সাত্তার ও মোঃ ফখরুল।