চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৩৩ হাজার স্কুল শিক্ষার্থীকে টিকা দেওয়ার পর এবার ৮ হাজার কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হচ্ছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার মাঠে ৫শ শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে এই টিকা কার্যক্রমের উদ্বোধন হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রকাশ কান্তি দত্ত, উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ মিজান উদ্দীন, ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ ও প্রমুখ উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, আজ থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা প্রথম ডোজ প্রদান শুরু হয়েছে । আজ প্রায় ৫শ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।