ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান করোনা জনিত সংকটে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এ কার্যক্রমের আওতায় ৪ শতাধিক পরিবার পেলেন প্রধানমন্ত্রী প্রদত্ত উপহারের খাদ্য সামগ্রী।যাতে ছিল ১০ কেজি চাউল সহ অন্যান্য উপকরণ।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, ভাসমান, অন্ধপল্লী, প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায়,গ্রাম পুলিশ ও দুস্থদের মাঝে ১০ কেজি করে চাউল, তেল, চিনি, গুঁড়ো দুধ,পিয়াজ,সাবান, সুজি, সহ নানা প্রকার উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম,আখাউড়া টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃসাইফুল ইসলাম সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরণ কালে উপজেলা নির্বাহি কর্মকর্তা রুমানা আক্তার বলেন,আজকে চলমান করোনা পরিস্থিতি সংকটে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে তাদের কাছে প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।