যশোরের অভয়নগরে সাবেক নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভবন দখলের পাশাপাশি পরিষদের সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, নওয়াপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর ইউনিয়ন ভবনটির কার্যক্রম বন্ধ হয় এবং দীর্ঘদিন অব্যবহৃত থাকায় তা ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষনা করে।
তবে ভবনটি সরিয়ে না ফেলার কারণে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে এক যুগেরও বেশি সময় ধরে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভবনটির নিচ তলার বারান্দায় রেজাউলের চা’র দোকান , সামনে আবুলের মুদিখানা দোকান এবং ভবনের এক পার্শ্বের অনেক খানি জায়গা দখল করে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করে অসিম সাহা নামে জনৈক ব্যক্তি অংকুর ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন।
ভবনটির বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় ছাদের নিচের অংশসহ গাঁথুনির বিভিন্ন অংশে ফাঁটল ধরেছে, ফলে যে কোন সময় লোকসমাগমের স্থানটিতে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।সরকারি জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী অসিম সাহা সাংবাদিকদের বলেন, আমি ব্যবসায়ী কেষ্ট কুন্ডুর কাছ থেকে পজেশন ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছি। তবে সরকারী জায়গা কিভাবে ক্রয় করলেন তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পৌরসভায় রূপান্তরিত হয়েছে অতএব এটা এখন পৌরসভার সম্পদ আপনারা বিষয়টা নিয়ে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তবে পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্তর মুঠোফোনে বারবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এ বিষয়ে ৪,৫,৬, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল শিরিনা বেগম বলেন, ভবন ও ইউনিয়ন কাউন্সিলের জায়গাটা এখন পৌর সভার এখানে কেউ স্থাপনা নির্মাণ করেছে কিনা জানিনা। বিষয়টা নিয়ে মেয়র মহোদয়ের সাথে আলোচনা করব।