চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রলি-ডেম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম (২২) নামের এক ট্রলি ড্রাইভারে মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলার আনোয়ারা-চন্দনাশই পিএবি সড়কের বিলপুর রাস্তার মাথা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত তৌহিদুল ইসলাম উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী গ্রামের সাইফুদ্দিন চেয়ারম্যানের বাড়ির আব্দুল করিমের ছেলে। তিন ছেলের মধ্যে তৌহিদ সবার ছোটো। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর আরাই টার দিকে গাড়ির কাজ করানোর জন্য ঘর থেকে বের হয়ে মালঘর বাজারের দিকে যায় সে। পরবর্তীতে বিকেল তিনটার দিকে জানতে পারি সে গাড়ি এক্সিডেন করছে। এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এইবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকসানা আক্তার বলেন, তিনটার দিকে সড়ক দূর্ঘটনার একজনকে আনা হয়েছিলো। তার পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত পাওয়া কারণে অতিরিক্ত রক্ত করনে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।