1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
স্বাস্থ্য কর্মকর্তার চেষ্টায় ওটি চালু হলো ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য কর্মকর্তার চেষ্টায় ওটি চালু হলো ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আতাউর রহমান:
  • প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ বার পড়েছে

দীর্ঘ ৩০ বছর পর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার (ওটি)। শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) দুটি অস্ত্রোপচারের মাধ্যমে ওটি চালু হয়। দুটো অপারেশনই সফল হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন।

এদিকে দীর্ঘসময় পর এ চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। স্থানীয়রা জানান, কোনো রোগীর অপারেশনের প্রয়োজন হলে কুমিল্লা জেলা শহরে যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। বর্তমানে আমাদের হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই সেবা পাওয়া যাবে। এ ব্যবস্থা আরও বেগবান করতে ও মানুষের স্বাস্থ্যসেবার পরিধি আরও তুলতে সুযোগ-সুবিধা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিনের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় অপারেশন টিমে উপস্থিত ছিলেন—সার্জারী কনসালট্যান্ট ডা. আবু বকর সিদ্দিক ফয়সাল, অ্যানেসথেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মো: মেহেদী হাসান সরকার। এ সময় এসিস্ট করেন উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, এসএসিএমও আবুল কালাম আজাদ, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, ‘মাননীয় সাংসদ এডভোকেট আবুল হাশেম খান এমপি মহোদয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের মহোদয়ের আগ্রহের মাধ্যমে ওটি চালু সম্ভব হয়েছে। এ জন্য ওনাদেরসহ মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। ‘

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD