1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
স্বামী কাটলেন আঙুল, পরীক্ষায় বসতে পারলেন না সুমাইয়া
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বামী কাটলেন আঙুল, পরীক্ষায় বসতে পারলেন না সুমাইয়া

আতিফ রাসেল
  • প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৪৭ বার পড়েছে

দীর্ঘ দেড় বছর পর শুরু হলো এসএসসি-সমমান পরীক্ষা। মাধ্যমিকের এ পরীক্ষায় দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন সুমাইয়া আক্তার। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু স্বামীর বটির কোপে বিচ্ছিন্ন হয়ে যায় ডান হাতে আঙুল। রোববার পরীক্ষার হলে থাকার কথা থাকলেও হাসপাতালের বিছানায় রয়েছেন এ কিশোরী। দিতে পারছেন না এসএসসি পরীক্ষা।

সুমাইয়ার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায়। তিনি একই এলাকার খাইরুল ইসলামের মেয়ে। প্রায় সাত মাস আগে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। সাইফুল দক্ষিণ আফ্রিকায় ছিলেন।

ভুক্তভোগী সুমাইয়ার স্বজনরা জানায়, ১ বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর বাবার সঙ্গে আর্থিক বিষয়ে সাইফুলের দ্বন্দ্ব চলছিল। পরে গত রোববার শ্বশুরবাড়িতে আসেন সাইফুল। মূলত পরিবারের খরচ চালাতে না পারার হতাশা থেকেই তিনি কুপিয়েছেন। শুক্রবার ভোরে সুমাইয়াকে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে কোপাতে থাকেন সাইফুল। আত্মরক্ষা করতে গিয়ে সুমাইয়ার ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়। চিৎকার শুনে মা ও বোন এগিয়ে গেলে সাইফুল তাদেরও কুপিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গোড়াই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সুমাইয়ার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফর রহমান বলেন, সুমাইয়া পরীক্ষা দিতে পারবেন না। স্বামীর বটির আঘাতে ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়ায় সুমাইয়া মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন সুমাইয়া জানান, আমার সহপাঠীরা সবাই পরীক্ষায় অংশ নিচ্ছে। আমার মা কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন। কিন্তু পরীক্ষা দিতে পারব না।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান জানান, কোনো পরীক্ষার্থী সিক বেডে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD