নীলফামারীর সৈয়দপুরে বৃষ্টির পানিতে বন্দি হয়ে পড়া কয়েক শত পরিবারের লোকজন সমস্যা নিরসনের দাবিতে সড়ক অবরোধ ও পৌরসভা ঘেরাও করে মানববন্ধন করেছেন।
রবিবার (১৪ জুলাই) দুপুরে ভুক্তভোগীরা শহরের সৈয়দপুর-দিনাজপুর সড়কে দহলা ব্রিজের উপর সড়ক অবরোধ করে। ফলে দুই পাশে শত শত যানবাহন আটকে যায়, সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।
পরে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এসে সমস্যা নিরসনের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে এ নিয়ে পৌর ভবনের সামনে এসে ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তোভোগীরা।
শহরের নতুন বাবুপাড়া, কুন্দল এলাকায় পানি প্রবাহ বাধাগ্রস্থের ফলে বৃষ্টির পানিতে ডুবে গেছে ওই এলাকার প্রায় কয়েক শত একরের ফসলি জমি, দুর্ভোগে পড়েছেন শত পরিবার। ফলে শহরের কুন্দল এলাকার দহলা ব্রীজের নীচ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাঁধা ও প্রায় শত হেক্টর জমির ফসল নষ্টের উপক্রম হয়েছে। এরই প্রতিবাদে ওই এলাকার ভুক্তভোগিরা সড়ক অবরোধ ও পৌরসভা ঘেরাও করে।