1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সৈয়দপুরে অগ্নিকান্ডে দুইটি অটো পার্টস দোকান ও ধান মিল পুড়ে ছাই
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে অগ্নিকান্ডে দুইটি অটো পার্টস দোকান ও ধান মিল পুড়ে ছাই

শাহজাহান আলী মনন:
  • প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৫৮ বার পড়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে নীলফামারীর সৈয়দপুরে মালামালসহ ৪ টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সামান্য পূর্বদিকে আদানী মোড় (চাচা-ভাতিজার মোড়) এলাকায় সংঘটিত এই অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, সন্ধা ৬ টার দিকে মাগরিবের নামাজের আযানের সাথে সাথেই সৈয়দপুর-রংপুর মহাসড়কের সংলগ্ন আমিনুল ইসলামের ধান মিল থেকে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুতই পাশের ভেলুর খড়ির গোলা ও ভাংড়ির দোকান এবং আতাউর রহমান ও আইয়ুব আলীর অটো পার্টস দোকানে ছড়িয়ে পড়ে।খড়ি, ভাংড়ির মধ্যের দাহ্য সামগ্রী, ধান মিলের খড় ও তুষ এবং পার্টস দোকানের প্লাষ্টিক ও অন্যান্য দাহ্য পদার্থের কারনে আগুন তীব্র বেগে জ্বলে উঠে। এতে স্বল্প সময়েই আগুনের লেলিহান শিখায় সব কিছু ভস্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে আধা ঘন্টার মধ্যেই সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ও নীলফামারীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুনের হাত থেকে অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত পূর্বক প্রকৃত পরিমান নির্ধারণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD