সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের দিক নির্দেশনায় জেলা পুলিশ সুনামগঞ্জ, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত মোবাইল কোর্টের মাধ্যমে জেলা শহরসহ প্রতিটি উপজেলার বিভিন্ন হাট বাজারে চলছে অভিযান।
কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে জেলার সকল পৌরসভা ও সকল উপজেলায় নির্বাহী অফিসার কর্তৃক জনসমাগমস্থলে লকডাউনের বিষয়ে মাইকিং এবং ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বিধিনিষেধ কার্যকর করার জন্য সকল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।
সেনাবাহিনীর ৮টি টিমে ৮০ জন, র্যাবের ২টি টিমে ১৬ জন,বিজিবির ৩টি টিমে ৩৬ জন,ব্যাটালিয়ন আনসার ২টি টিমে ২০ জন এবং পুলিশের ২০ টি টিমে ১৬০ জন নিয়মিত টহল দিচ্ছে । তাদের সাথে রয়েছে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ পর্যন্ত সমগ্র জেলায় ১৬৭ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৮৭৯ টি মামলায় ৯৩১ জনকে ৭ লক্ষ ১৮ হাজার ৭৯০/- (টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য কার্যক্রম হিসেবে, মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি প্রতিপালন করার নির্দেশনা ও জনসচেতনতামূলক দিকনির্দেশনা ও অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী এ প্রত্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২৪২জন । যার মধ্যে সুস্থ হয়েছে ২৮৭০ জন, মৃত্যুবরন করেছে ৩৬জন এবং আইসোলেশনে রয়েছে ৩৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৩ জন এবং মৃত্যুবরন করেছে ১ জন।