সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাইলো বিতরণ ও নগদ চেক প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরে উদ্যোগে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় জামালগঞ্জ উপজেলায় হত দরিদ্র পরিবারের মধ্যে পারিবারিক সাইলো বিতরণ করা হয়। অপর দিকে সমাজ সেবা অধিদপ্তরে আয়োজনে ২৪ জন হত দরিদ্র নারী, পুরুষের মাঝে ১ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান , সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার প্রমূখ।
প্রধান অতিথি- এমপি রতন বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে বিশ্বনেত্রী, মাননীয় প্রধান মন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিভিন্ন খাতে সহযোগিতা করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।