সুনামগঞ্জের জগন্নাথপুরে ইটের খোয়াভর্তি ট্রাক্টর উল্টে আমিনুল হক রুবেল (৩০) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল মাষ্টারের ছেলে আমিনুল হক রুবেল সোমবার (১২জুলাই) সকাল ১১টার দিকে জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নামক স্থানে ইটের খোয়াভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার খবর শুনার পর শত শত উৎসুক জনতা ভিড় করে আমিনুল হক রুবেলকে এক নজর দেখা জন্য এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয়রা জানান, সদা হাসি উজ্জল রুবেল ছিল সবার প্রিয় সব সময় মানুষের সাথে হাঁসি খুশি মনে কথা বলতো। একটি সম্ভবনাময় যুবককে হারিয়ে পিতা ও মাতা অসহায় হয়ে গেছেন। একমাত্র উপাজনের সম্ভর মৃত্যু বরণ করায় শোকের কাতর হয়ে গেছে পরিবারটি।
সে কয়েক বছর পূর্বে প্রবাসে ছিল।বাড়ীতে এসে বিভিন্ন স্থানে কাজ করার পর ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতে চেয়েছিল। অবশেষে ট্রাক্টরে কেড়ে নিল তার প্রাণ।জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত হোসেন জানান, জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নামক স্থানে ইটের খোয়াভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনারস্থলে চালক মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।