1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সিলেটে ১ মাস ধরে থেকে নিখোঁজ ৪ তরুণ,এখনো নেই কোনো খোঁজ
বাংলাদেশ । বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
সিলেটে ট্রাফিক পুলিশের অ্যাকশন শুরু রেজিস্ট্রেশন বিহীন অবৈধ সিএনজি বিরুদ্ধে চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কালো পতাকা মিছিল ছুটির দিনেও আশুলিয়ায় চলছে ১৪০০ পোশাক কারখানা সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ হুন্ডি ব্যবসায়ি আটক মসজিদের উঠানে কাফনে মোড়ানো নবজাতকের লাশ সিলেটে টানা কয়েক দিনের তীব্র গরমে মাত্রাতিরিক্ত লোডশেডিং পুলিশের লুট হওয়া ০১টি পিস্তলসহ; গ্রেফতার ০১ ঝালকাঠিতে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৩ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার সিলেটে যৌথবাহিনীর অ্যাকশন শুরু; লাপাত্তা অস্ত্রধারীরা

সিলেটে ১ মাস ধরে থেকে নিখোঁজ ৪ তরুণ,এখনো নেই কোনো খোঁজ

কে এম রায়হান :
  • প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পড়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর থেকে নিখোঁজ হওয়া ৪ তরুণের ঘটনাটি এখনো রহস্য ঘেরা। তারা কোথায় আছে, কেমন আছে জানেন না কেউ। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন অন্ধকারে। তবে, তাদের নিয়ে এলাকায় জল্পনা কমছে না। আলোচনার ডালপালাও মেলছে। নিখোঁজের আগে ওই ৪ তরুণসহ কয়েকজন গ্রামের মসজিদে ধর্মীয় আলোচনায় বসতো। আর তাবলীগ জামায়াতে যাওয়ার কথা বলে তারা উধাও হয়ে যায়।এদিকে, এক মাসে ও ৪ তরুণ ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী রয়েছেন উৎকণ্ঠায়।

ওই ৪ তরুণ হচ্ছে- ওসমানীনগরের দয়ামীর এলাকার বাসিন্দা ও লিডিং ইউনিভার্সিটির ছাত্র শেখ আহমদ মামুন ও একই এলাকার হাসান সায়িদ, সাইফুল ইসলাম ও সাদিকুর রহমান। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৫ই নভেম্বর তারা নিজ এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে কেউ কেউ বলেছিল, তারা তাবলিগ জামাতে যাচ্ছে। কিন্তু তাবলিক জামাতে যাওয়ার কোনো সত্যতা মেলেনি। কোথায় আছে তারা সেটিও শনাক্ত হয়নি। এ কারণে নিখোঁজ মামুনের বাবা শেখ শামসুল হক স্বপন গত ২৭শে নভেম্বর সিলেটের ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

থানায় জিডি দায়ের করার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ সম্পর্কে অনুসন্ধানে নেমেছে। তবে, এখনো তাদের অবস্থান শনাক্ত করা যায়নি। নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জন মোবাইল ফোন ব্যবহার করেন। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ১৫ই নভেম্বর সকালে বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় মামুন। এরপর খবর আসে গ্রামের আরও ৩ জনের সঙ্গে সে তাবলীগ জামাতে গেছে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সে ফিরে আসেনি। তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। শেখ শামসুল হক স্বপন জানিয়েছেন, তার ছেলে মামুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। নিয়মিত কোরআন তেলাওয়াত করতো। বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে সে বেরিয়ে গিয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ নিয়ে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন বলে জানান তিনি। নিখোঁজ হাসান সায়িদ ঢাকার একটি মাদ্রাসা থেকে টাইটেল পাসের পর এলাকায় ছিল। সাম্প্রতিক সময়ে সে বিয়েও করেছে।

এলাকার লোকজন জানিয়েছেন, সায়িদ এলাকার ছেলেদের একত্রিত করে ধর্মীয় শিক্ষা দিতো। মাঝেমধ্যে মসজিদে তাদের নিয়ে তালীম করতো। বিষয়টি তাদের নজরে এলেও ভালো কর্ম বিধায় এ নিয়ে কোনো কথা বলেননি। সায়িদ একা ও নিরিবিলি থাকতে পছন্দ করতো।এদিকে,একসঙ্গে ৪ জন নিখোঁজ হওয়ার পর সায়িদকে ঘিরে অনুসন্ধান চালানো হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন- সায়িদ যেহেতু ঢাকার একটি মাদ্রাসার ছাত্র ছিল, তার সঙ্গে উগ্রবাদের কারও সম্পর্ক থাকতে পারে। এ কারণে সায়িদকে ঘিরে এলাকায় নানা জল্পনা চলছে। সায়িদের বাবা ছোরাব আলী জানিয়েছেন, খবর পেয়েছিলাম বিদেশী তাবলীগ জামাতের সঙ্গে গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।

নিখোঁজ অন্য দুজনের মধ্যে মাদ্রসায় পড়া সাদিকুর রহমান জিম ইন্সট্রাক্টরের কাজ করতো ও সাইফুল ইসলাম তুহিন দারোয়ানের কাজ করতো। তুহিন মোবাইল ব্যবহার করে না।দয়ামীর এলাকার কিশোর ও তরুণরা জানিয়েছে- তারাও প্রায় সময় সায়িদের আহ্বানে ধর্মীয় ক্লাসে যেতেন। সেখানে তাদের ধর্মীয় নানা বিষয়ে ধারণা দেয়া হতো।এদিকে, ওসমানীনগর থানার ওসি মো. মাঈন উদ্দিন জানিয়েছেন, থানায় সাধারণ ডায়েরি করার পর আমরা বিষয়টির তদন্ত করছি। ওই ৪ তরুণ কোথায় আছে সেটি আমরা জানার চেষ্টা করছি। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD