1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত-১০
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

খলিলুর রহমান:
  • প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২১১ বার পড়েছে

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আধিপত্য বিস্তারে| দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সর্মথকদের মাধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল (৪ মার্চ) শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে তারাকান্দি যমুনা সার কারখানা সংলগ্ন চরপাড়া ও ইসলামী ব্যাংক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত ও সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো: শাহজাহান ও অপর সাধারণ সম্পাদক প্রার্থী মোয়াজ্জেম হোসেন উভয়ের মধ্যে সারকারখানা এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক প্রার্থী মোয়াজ্জেম হোসেন এর তিন সর্মথক তারাকান্দির ইসলামী ব্যাংক এলাকায় রফিক, লালন, কামরুল আঙ্গুর ফল কিনতে গেলে শাহজাহান এর লোকজন তাদের মারপিট করে। এর পর সাধারণ সম্পাদক প্রার্থী মো: শাহজাহান এর সর্মথকরা বাড়ী ফেরার পথে চরপাড়া নামক স্থানে এলে পথিমধ্যে মোয়াজ্জেম হোসেন এর সমর্থকরা শাহজাহান এর সর্মথকদের মারপিট করে।

এ খবর এলাকায় ছডিয়ে পড়লে দু-পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করে।সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে রফিক, লালন, কামরুল, সাগর,পলাশ,শিবলু, জহুরুল ও শিশিরের নাম জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

জানতে চাইলে যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মো: শাহজাহান জানান, সিবিএ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আধিপত্য বিস্তার লাভের জন্য আমার সর্মথকরা বাড়ী ফেরার সময় পথিমধ্যে চরপাড়া এলাকায় তাদের মারপিট করে আহত করে।এ ব্যাপারে যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী মোয়াজ্জেম হোসেন জানান,আমার তিন সর্মথক তারাকান্দির ইসলামী ব্যাংক এলাকায় রফিক,লালন,কামরুল আঙ্গুর কিনতে গেলে শাহজাহান এর লোকজন আমার সর্মথকদের মারপিট করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরির্দশক (তদন্ত) আব্দুল মজিদ জানান, যমুনা সারকারখানার সিবিএ নির্বাচন কে সামনে রেখে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনা প্রভাব বিস্তার রোধে যমুনা সারকারখানা এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD