কুমিল্লায় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতির গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগরীর টাউন হলের মুক্তমঞ্চে এ গনজমায়েতের আয়োজন করা হয়।
এতে বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহন করেন। মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে গনজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে তাদেরকে কাউকে ছাড় দেয়া হবে না।
দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না আমি সর্বদা আপনাদের পাশে আছি। শান্তির কুমিল্লাকে অশান্ত করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এমপি বাহার বলেন, পূজা মন্ডপ ও মন্দিরে যারা হামলা করেছেন এবং ভিডিও ও ছবি প্রচার করে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে ইতিমধ্যে তাদেরকে সনাক্ত করা হয়েছে, তাদের আইনের আওতায় এন কঠিন বিচারের মুখমুখি করা হবে। বক্তব্যে এমপি বাহার বলেন, জাতীয় হিন্দু মহাজোটে সভাপতি গোবিন্দ চন্দ্র প্রমানিক উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছেন। তাকে গ্রেফতারের দাবি জানান এমপি বাহার ।
গত ১৩ অক্টোবরের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এমপি বাহার। গণজামায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: মোহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়, সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু প্রমুখ।
সম্প্রতির এ গনজমায়েতে হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মন্দিরের পরিচলনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মহানগর ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ গ্রহন করেন।