1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সাবেক মেয়র আ জ ম নাছিরের মায়ের জানাযা সম্পন্ন, জনতার ঢল
বাংলাদেশ । শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

সাবেক মেয়র আ জ ম নাছিরের মায়ের জানাযা সম্পন্ন, জনতার ঢল

তানভীর আহমেদ
  • প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৬১৫ বার পড়েছে
চট্টগ্রাম
সাবেক মেয়র আ জ ম নাছিরের মায়ের জানাযা সম্পন্ন, জনতার ঢল

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের জানাযা অনুষ্ঠিত হয়েছে । জানাযায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। আজ ৩১ জানুয়ারি সোমবার বিকালে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে উক্ত জানাযা অনুষ্ঠিত হয়। রত্নগর্ভা এই মহীয়সী মায়ের জানাযা পড়িয়েছেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার।

জানাযায় অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, হুইপ শামসুল আলম চৌধুরী, মহেশখালী আসন সাংসদ আশিকউল্লাহ রফিক, রাউজান আসন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশ আসন সাংসদ নজরুল ইসলাম, ফেনী আসন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি ডা শাহাদাত হোসেন,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও পেশাজীবি সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাযা শেষে আন্দরকিল্লা কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য সাবেক মেয়র আ জ ম নাছির এর মাথা ফাতেমা জোহরা বেগম আজ ৩১ জানুয়ারি সকালে নগরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়ে,নাতি- নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD