1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সাবেক ভাইস চেয়ারম্যানকে পিটিয়ে জখম
বাংলাদেশ । মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবেক ভাইস চেয়ারম্যানকে পিটিয়ে জখম

মো: আবদুল কাদের:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪০৮ বার পড়েছে
সাবেক ভাইস চেয়ারম্যানকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার (৫০) কে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর করা হয়। হাসপাতালের বেডে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। বেধড়কভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দেওয়া হয়েছে তাকে। তাঁকে উপজেলার চরমোহনা গ্রামে বুধবার সকালে ওই এলাকার রুস্তম আলী মিয়াজী বাড়ির (রুচার বাড়ি) আব্দুল খালেকের নেতৃত্বে ১৫/১৬ জন মিলে এ হামলা চালান বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।

এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন ওসি। উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা রাহেলা আক্তার (৫০) বলেন, বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে চরমোহনা গ্রামে আমাদের ৫১ শতক জমি রয়েছে। ওই জমি নিয়ে একই এলাকার আব্দুল মালেক (৩৮) পরিবারের সাথে বিরোধ চলে আসছে। সেখানে স্থিতিবস্থা জারী থাকলেও বুধবার সকালে তাঁরা গোপনে সুপারি পাড়তে যায়।

খবর পেয়ে আমি ও আমার ছেলে রিফাত জান হৃদয় সেখানে যাই। আমরা তাঁদেরকে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সুপারি পাড়তে নিষেধ করি। এতেই তাঁরা উত্তেজিত হয়ে আমাদেরকে বেধড়ক পেটাতে থাকে। তাঁদের আঘাতে আমার হাত ভেঙ্গে যায়। থেতলে যায় শরীরের বিভিন্ন অংশ। মাথা ফাটিয়ে দেওয়া হয় আমার ছেলের। আমাদের চিৎকারে লোকজন এগিয়ে না আসলে হয়তো আমাদেরকে জীবিত রাখতোনা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও অভিযুক্তদের কাউকে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। বন্ধ রয়েছে তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো। ঘটনার পর তাঁরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশী দুলাল হোসেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ ঘটনায় আহতের স্বামী তছলিম উদ্দিন ঢালী বাদী হয়ে রাতেই মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD