যশোরের অভয়নগরে সরকারি ডাস্ট ডিএপি সার নতুন বস্তায় বস্তাবন্দি করে অবৈধ পন্থায় ঘের মালিকদে কাছে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। ১১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে নওয়াপাড়া সৌরসভার ফেরিঘাট এলাকার জমাট সার মুগুর দ্বারা পিটিয়ে বস্তাবন্দি করা কাজে নিয়জিত শ্রমিকদের কাছে ডাস্ট সার নতুন বস্তায় বস্তাবন্দির কারন জানতে চাইলে তারা বলেন, এগুলো ঘের মালিকরা তাদের ঘেরে দিবে। তারা আরও বলেন, সকাল থেকে দুট ভ্যান পাঠানো হয়েছে।
জানা যায়, সরকারী এ সার লোড-আনলোডের কেয়ারিং এর কন্ট্রাকটরের দায়িত্বে আছে পোটন ট্রেডিং এবং সাব কন্টাকটর হিসাবে দায়িত্ব পালন করছে অভয়নগর ট্রান্সপোর্ট এজেন্সি। ইতিপূর্বেও এই ট্রান্সপোর্ট থেকে সরকারি সার উধাও হওয়ার ঘটনা ঘটলেও স্থানীয় কিছু প্রভাবশালী প্রাকৃতিক দুর্যোগ ঝড়- বৃষ্টিতে সার নষ্ট হয়েছে বলে বিষয়টা ধমাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে।
এ বিষয়ে জানতে অভয়নগর ট্রান্সপোর্ট এজেন্সিতে গেলে এজেন্সির কাউকে পাওয়া যাইনি। শ্রমিকরা জানায় এখানে মালিকের ভাইপো রিংকু উপস্থিত আছেন। এ বিষয়ে রিংকুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সারগুলো বস্তাবন্দি করে পাশের একটা গোডাউনে রাখা হচ্ছে। পরে সাংবাদিকরা গোডাইনে রাখা সার দেখতে চাইলে তিনি দেখাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি এ বিষয়ে অপনাদের সাথে কথা বলতে ও কোন প্রশ্নের উত্তর দিতে পারব না।
আপনাদের কিছু জানার থাকলে উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করুন। আভয়নগর ট্রান্সপোর্ট এজেন্সির মালিক হাজী মোঃ খোকনের মুঠোফোনে বিষয়টা জানতে চাইলে, সার বিক্রির বিষয়টা অস্বীকার করে বলেন, বিআরটি থেকে বস্তা পরিবর্তন করার অনুমতি আমাদের আছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার গোলাম সামদানী বলেন, বিষয়টা আমার জানা নেই বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুর রহমানকে বিষয়টা অবহিত করলে তিনি বিষয়টা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবে বলে জানান।