1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শ্রীমঙ্গলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ উদ্বোধন
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ উদ্বোধন

তিমির বনিক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩২৮ বার পড়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে স্থানীয় ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়। উদ্বাধনী ম্যাচের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।এসময় শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের সাজ-সজ্জা ও প্রচার উপ কমিটির আহবায়ক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিলন দাস গুপ্ত, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সহকারী অধ্যাপক অবিনাষ আচার্য্য, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহুর তপফদার, ফুটবলার পিযুষ দত্তসহ বিভিন্ন পর্যায়ের গনমাধ্যমকর্মী বৃন্দ প্রমুখ। টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১০টি দল অংশ গ্রহন করছে।উদ্বোধনী ম্যাচে মির্জাপুর ইউনিয়ন বনাম কালিঘাট ইউনিয়ন দল অংশগ্রহন করে। আগামী ২২ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD